কলকাতার কসবায় একটি ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্যে। গত বছর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনায় রাজ্যজুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। আবার একই ধরনের অভিযোগ সামনে আসায় নারীর নিরাপত্তার প্রশ্নটি ফের সামনে এসেছে।
কসবার ঘটনায় অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার তদন্তে শনিবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছে পুলিশ।
লিখিত অভিযোগে ওই ছাত্রী জানিয়েছিলেন, প্রথমে তাকে কলেজের ইউনিয়ন রুমে যৌন হেনস্থা করা হয় এবং গার্ড রুমে (নিরাপত্তারক্ষীর জন্য নির্দিষ্ট কক্ষ) নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়। কলেজের নিরাপত্তারক্ষী বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন।
দক্ষিণ কলকাতার কলেজের এই ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার বিষয়ে আরও একবার প্রশ্ন তুলেছে।
রূপসা সেনগুপ্ত, বিবিসি নিউজ বাংলা, কলকাতা https://www.bbc.com/bengali/articles/c3vd9gw1p1xo