তিনি রাজা রামমোহন,
সতীদাহ বন্ধে
নারীর দুঃখের মোচন।
করেন দুঃখের মোচন।
আর এক রাজা পুরাণ কথার
সেই সে রাজা রাম!
আহা, রামায়ণের রাম।
আহা, কল্পকথার রাম।
আপন পত্নীরে যিনি
পরীক্ষায় পাঠান,
অগ্নিপরীক্ষায় পাঠান।
তাই তো বলি বুদ্ধি দিয়ে
ভেবে দেখো ভাই,
একবার ভেবে দেখো ভাই-
এ পোড়ার দেশে
তোমার কেমন রাজা চাই।
বিপদকালে ঠাণ্ডা মাথায়
ভাবতে বসো দেশ।
আহা, ভাবতে বসো দেশ।
সতীদাহ চাইছো তুমি?
নাকি পাতালে প্রবেশ?
রামরাজ্যে পেটের কথা
কাজের কথা নাই,
ঠিক বেছে নাও পথটি তোমার-
এমন রামরাজ্য চাই?
বলো, এমন রামরাজ্য চাই?

এক যে ছিল রাজা
তিনি রাজা রামমোহন,
সতীদাহ বন্ধে
নারীর দুঃখের মোচন।
করেন দুঃখের মোচন।
আর এক রাজা পুরাণ কথার
সেই সে রাজা রাম!
আহা, রামায়ণের রাম।
আহা, কল্পকথার রাম।
আপন পত্নীরে যিনি
পরীক্ষায় পাঠান,
অগ্নিপরীক্ষায় পাঠান।
তাই তো বলি বুদ্ধি দিয়ে
ভেবে দেখো ভাই,
একবার ভেবে দেখো ভাই-
এ পোড়ার দেশে
তোমার কেমন রাজা চাই।
বিপদকালে ঠাণ্ডা মাথায়
ভাবতে বসো দেশ।
আহা, ভাবতে বসো দেশ।
সতীদাহ চাইছো তুমি?
নাকি পাতালে প্রবেশ?
রামরাজ্যে পেটের কথা
কাজের কথা নাই,
ঠিক বেছে নাও পথটি তোমার-
এমন রামরাজ্য চাই?
বলো, এমন রামরাজ্য চাই?
@সংগৃহীত