আলোচনার বিষয় – কমরেড Kim Jong-un ও North Korea
সুবিধা :- (১) দেশে ধনী দরিদ্রের বৈষম্য নেই , দেশের সকল নাগরিকের আর্থিক অবস্থা সমান।
(২) উত্তর কোরিয়ায় হাসপাতাল ব্যবস্থা একদম বিনামূল্যে , আপনার যতই জটিল রোগ হোক না কেন তার খরচ সরকারের।
(৩) উত্তর কোরিয়ায় ধর্ম-ধর্ম খেলা নেই , ৮৮% মানুষ নাস্তিক।
(৪) উত্তর কোরিয়া ওইটুকু দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের চতুর্থ বৃহত্তম সেনাবাহিনীর দেশ।
(৫) উত্তর কোরিয়া সামরিক দিক দিয়ে বিশ্বের ৮ নম্বর শক্তিশালী দেশ , যা দিয়েই দেশের চিরশত্রু আমেরিকার বুকে ধুকধুকানি শুরু করা যায়।
(৬) উত্তর কোরিয়ায় কোনো কাটমানির (জণগণের টাকা চুরির) ব্যাপার নেই।
(৭) উত্তর কোরিয়ায় নারীর স্বাধীনতা সবোর্চ্চ , ধর্ষণের হার ০.০২%
(৮) উত্তর কোরিয়ায় চুরি-ডাকাতি-ছিনতাইয়ের হার ০%
(৯) দেশে শিক্ষাকতার হার ১০০% , ছোটো বেলা থেকেই শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়।
(১০) উত্তর কোরিয়ায় সকল নাগরিকদের বিনামূল্যে বাসস্থান প্রদান করা হয়।
(১১) উত্তর কোরিয়া প্রায় দুষণহীন একটা দেশ , বাস ও অন্যান্য গাড়ি গ্যাস চালিত , ট্রাম ও ট্রেন বিদ্যুত চালিত।
(১২) দেশটা সম্পূর্ণ কমিউনিষ্ট , যেই ব্যক্তিগত মালিকানা আটকানোর রাস্তা চীন , ভিয়েতনামও ছেড়ে দিয়েছে , আজও সেই পথে উত্তর কোরিয়া চলে।
(১৩) দেশে কেউ বস্ত্রহীন থাকে না , হ্যা দেশটা অনেক গরীব , কিন্তু সকল জণগণের অর্থনৈতিক অবস্থা সমান।
(১৪) বৈদ্যুতিক ব্যবস্থাও দেশের নাগরিকদের একদম বিনামূল্যে প্রদান করা হয়।
(১৫) সাম্প্রতিক ঘটে চলা কোরোনা ভাইরাসও সফলভাবে প্রতিরোধ করেছে উত্তর কোরিয়া । দেশে আক্রান্ত ০ জন।
অসুবিধা :- (১) ইন্টারনেট পরিষেবা সরকার পরিচালিত , ফেসবুক , ওয়াটসআপ চলে না কিন্তু সরকার পরিচালিত ইউটিউব চলে।
(২) দেশে মদ্যপান সম্পূর্ণ বন্ধ , নেশাখোর মাতালদের জন্য ওটা হয়তো নরক।
(৩) দেশে কোনো মতেই পশ্চিমের দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে চায়না , কেনই রাখবেন বলেন তো যেই আমেরিকা ৩৩ হাজার কোরিয়ার কমরেডকে মেরেছিল , সেটা কী ভুলে যাওয়া উচিত??
(৪) কোনো কেউ চুরি,ডাকাতি করলে কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হয়। আপনি চোর হয়ে থাকলে ওটা নরক।
(৫) ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বেশীরভাগ সময়েই ফাঁসি দেওয়া হয় , নাহলে বাক্সবন্দী করে সমুদ্রে ফেলে দেওয়া হয়। আপনার যদি ওই নোংরা মনোবৃত্তি থাকে তাহলে আপনি শেষ।
আপনারাই বলেন বেঁচে থাকার জন্য কোনটা জরুরী ?
@সংগৃহীত