Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

সম্পাদকের কলমে

সম্পাদকের কলমে

Form and Content in literary criticism

Every phenomenon or things has a certain content and is manifested in a certain form. Content is the totality of the components

ফিদেল কাস্ত্রোর মৃত্যুর পর মারাদোনা ফেসবুকে যা লিখলেন, তার বঙ্গানুবাদ কেউ করেছেন, আমি শেয়ার করলাম।

“আমার বন্ধু মারা গেছেন, আমার পথপ্রদর্শক,
এমনই একজন যে আমাকে উপদেশ দিতো, যে
আমাকে ফোন করতো যখন তখন রাজনৈতিক,
ফুটবল, বেসবল নিয়ে আলোচনার উদ্দেশ্যে,
যে আমাকে আগাম বলেছিল ক্লিনটনের
চেয়ে নিকৃষ্টতর একজন আসছে আর সে বুশ। সে
ভুল ছিল না, কখনোই না আমার জন্য ফিদেল
যে ছিল, আছে থাকবে শ্রেষ্ঠতম। স্মার হৃদয়
ব্যথিত কারন পৃথিবী তার সবচেয়ে
প্রজ্ঞাবানদের একজনকে হারিয়েছে।
মার্কিন সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করে মাত্র
২০ জন সঙ্গী নিয়ে যে কেউ একনায়কতন্ত্রকে
পরাজিত করতে পারে না, যে কেউ মাত্র
একবছরে নিরক্ষরতা দূর করতে পারে না, যে
কেউ শিশু মৃত্যুর হার ৪২% থেকে ৪%এ নামিয়ে
আনতে পারে না, যে কেউ চাইলেই পারে না
এক লক্ষ ত্রিশ হাজার ডাক্তার প্রস্তুত করে
প্রতি ১৩০জনের জন্য একজন ডাক্তার নিশ্চিত
করতে যা পৃথিবীতে বিরল। সবাই এতটা
আত্মবিশ্বাসী হতে পারে না যে তার
চিকিৎসা শিক্ষাব্যবস্থা পৃথিবীতে
শ্রেষ্ঠতম যেখান থেকে প্রতিবছর ১৫০০
বিদেশী ডাক্তার বের হচ্ছে আর এভাবে
৮৪টি দেশের ২৫০০০ ছাত্রছাত্রী ডাক্তার
হিসেবে বেরিয়েছে। সবাই পারে না প্রায়
৬লক্ষ মিশনে ৩০হাজার ডাক্তারদের ৬৮টি
দেশে পাঠাতে। সবাই চাইলেই পারে না
ল্যাটিন আমেরিকার একমাত্র দেশ হতে
যেখানে একটি শিশুও পুষ্টিহীনতায় নেই।
সবাই চাইলেই পারে না ল্যাটিন আমেরিকার
একমাত্র মাদকমুক্ত রাষ্ট্র হতে। সবাই
চাইলেই পারে না শতকরা ১০০ভাগ জনগনকে
স্কুলগামী করতে। যে কেউ চাইলেই দেখতে
পারে না একটি দেশ যেখানে কোন শিশু
রাস্তায় ঘুমায় না। যে কেউ চাইলেই পারে
না পৃথিবীর একমাত্র পরিপূর্ণ পরিবেশগত
টেকশই রাষ্ট্র হতে। যে কেউ চাইলেই দেশের
গড় আয়ু ৭৯বছরে উন্নিত করতে পারে না। যে
কেউ চাইলেই ক্যান্সারের বিরুদ্ধে
প্রতিষেধক আবিষ্কার করতে পারে না।
মা’য়ের থেকে সন্তানে এইচআইভির জীবাণু
সংক্রামণ যে কেউ চাইলেই সমূলে
উতপাটনকারী পৃথিবীর একমাত্র দেশ হতে
পারে না। যে কেউ চাইলেই লাটিন
আমেরিকার সর্বোচ্চ অলিম্পিক পদক জয়ী
রাষ্ট্র হতে পারে না। যে কেউ চাইলেই
ছয়শোরও অধিক জীবননাশের চেষ্টা ব্যর্থ
করতে পারে না এবং ১১জন মার্কিন
প্রেসিডেন্টের ক্ষমতাচ্যুত করার
ধারাবাহিক ষড়যন্ত্র। যে কেউ চাইলেই
টিকতে পারে না অর্ধশতাব্দী অবরোধ ও
অর্থনৈতিক আক্রমনের বিরুদ্ধে। পৃথিবীর
ইতিহাস আপন বৈশিষ্ঠ্যে ধারন করে যে কেউ
চাইলেই ৯০ বছর বয়সে উপনীত হতে পারে না।
যে সিক্ত লাখো মানুষের ভালোবাসায়,
যাকে কেউ কেউ ভুলও বুঝেছে, এমন একজনকে
কি করে অগ্রাহ্য করা যায়? শান্তিতে ঘুমাও
তুমি হে ফিদেল কাস্ত্রো।”
@সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

About

ranjan.254@gmail.com Avatar

Work Experience

Technologies

Creating